দুর্গাপূজায় বিশৃঙ্খলা এড়াতে মাঠে সক্রিয় নৌবাহিনী

0
4

দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে জন্য অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনী সমন্বয় করে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত নৌপ্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

বৃহস্পতিবার সকালে তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত নৌপ্রধান এ কথা জানান। ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তায় নৌ বাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

নৌপ্রধান বলেন, এছাড়াও প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে আহ্বান জানান তিনি। নৌ-প্রধানের প্রত্যাশা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে।