দুই মন্ত্রীকে কটুক্তির অভিযোগে ৫৭ ধারায় মামলা !

0
39

নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। আজ চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে এক আওয়ামী লীগ নেতা এ মামলা দায়ের করেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট একেএম আজহারুল ইসলাম।

তিনি বলেন, মামলার বাদি হাজী মো. ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। হাজী মোহাম্মদ আলী নামে একজন ফেসবুক ব্যবহারকারী উক্ত দুই মন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হয়। এতে ৫৭ ধারায় অভিযোগ তাকে আসামি করা হয়। তিনি বলেন, আদালতে মামলাটি গ্রহণ করে কোতোয়ালী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।