নিউজ ডেস্ক:
মাত্র ২০ মাস বয়সেই দুই ভাষার শব্দগুলোর মধ্যকার পার্থক্য বুঝতে পারে শিশু। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এ প্রমাণ মিলেছে।
গবেষণায় বলা হয়, আমরা শিশুদের সম্পর্কে যেমনটা ভাবি শিশুরা তার চেয়েও বেশি বোঝে।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যাসি লিউ-উইলিয়ামস বলেন, ডগ (ইংরেজি শব্দ, বাংলায় যার অর্থ কুকুর) ও শিয়েন (ফ্রেঞ্চ শব্দ, বাংলায় যার অর্থ কুকুর) যে দুই ভাষার শব্দ এটা শিশু বুঝতে পারে। তারা দুইটি শব্দকে একটিকে অন্যটির সঙ্গে মিলিয়ে ফেলে না।
সূত্র : হিন্দুস্থান টাইমস