দীর্ঘজীবনের পথ দেখাতে পারে অমর জেলিফিশ

0
6

টারিটোপসিস ডোরনি একটি জেলিফিশ। এই জেলিফিশটি অমর জেলিফিশ নামে পরিচিত। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, এ ধরনের জেলিফিশে বয়সের ছাপ পড়ে না। জেলিফিশটি বার্ধক্যপ্রক্রিয়াকে বিপরীত দিকে নিয়ে যেতে পারে।

জেলিফিশের অমরত্বের রহস্য বের করতে পারলে তা মানুষের বার্ধক্য রোধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই রহস্য ভেদ করা গেলে ক্যানসারের চিকিৎসায় ওষুধ আবিষ্কারের সুযোগ পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

টারিটোপসিস ডোরনি নামক এই জেলিফিশের জীবনচক্র অন্যান্য জেলিফিশের মতোই। এটি একটি লার্ভা হিসেবে জীবন শুরু করে পরে ধীরে ধীরে বিকশিত হয়। এরপরে একটি প্রাপ্তবয়স্ক জেলিফিশে পরিণত হয়। কোনো কারণে শারীরিক ক্ষতির মুখোমুখি হলে এই জেলিফিশ তার জীবনচক্রকে আগের পর্যায়ে নিয়ে যেতে পারে।

নিজের ইচ্ছায় তার প্রাপ্তবয়স্ক কোষকে রূপান্তরিত করতে পারে এই জেলিফিশ। এই রূপান্তরপ্রক্রিয়াকে ট্রান্সডিফারেনশিয়ান বলা হয়। এ প্রক্রিয়ায় জেলিফিশ তার জীবনচক্র আবার শুরু করতে পারে। এ প্রক্রিয়ার মাধ্যমে জেলিফিশের বিশেষ কোষ বিশেষায়িত কোষে রূপান্তরিত হয়, যা পরে নতুন ধরনের কোষে পরিবর্তিত হতে পারে।

টারিটোপসিস ডোরনি জেলিফিশের কোষের বৃদ্ধির চক্রটি অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। ফলে জেলিফিশটির মধ্যে বার্ধক্য আসে না। ভূমধ্যসাগরে আবিষ্কৃত এই জেলিফিশ বিশ্বব্যাপী বিভিন্ন মহাসাগরে পাওয়া যায়।