বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দীর্ঘ ১০ মাস পর প্রতিবন্ধি ধর্ষন মামলার আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক:
দীর্ঘ ১০ মাস পর শৈলকুপার যাদবপুর গ্রামে এক প্রতিবন্ধি যুবতী ধর্ষন মামলার ফেরারী আসামী হৃদয় হোসেন ওরফে রাব্বুল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় হোসেন ওই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই রাসেল গোপন সুত্রে খবর পেয়ে আসামীর বাড়ি থেকে গ্রেফতার করে। ধর্ষন মামলা দায়েরের পর তেকে হৃদয় হোসেন পলাতক ছিল। জানা গেছে, গত বছরের ৩১ মে যাদবপুর গ্রামের এক প্রতিবন্ধি যুবতী কুমার নদীতে কাপড় কাচতে গেলে হৃদয় হোসেন তাকে ধর্ষন করে। একই বছরের পহেলা জুন এ ঘটনায় ধর্ষিতার বড় ভাই ইনছান আলী বাদী হয়ে শৈলকুপা থানা একটি মামলা করেন। মামলার পরও পুলিশ ধর্ষককে গ্রেফতার করতে ব্যার্থ হয়। অবশেষে গত ১৫ মার্চ ঝিনইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামী গ্রেফতারের জন্য পরোয়ানা জারী করেন। আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ ধর্ষক হৃদয়কে গ্রেফতার অভিযান শুরু করে। বুধবার শৈলকুপা থানা পুলিশ আসামী হৃদয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular