বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দিশা নয়, টাইগার শ্রফের নায়িকা এবার অনন্যা !

নিউজ ডেস্ক:

২০১২ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমাটি। এরপর কেটে গেছে ৪ বছরেরও বেশি সময়। গত বছর ফের সিনেমাটির সিক্যুয়েল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ নির্মাণের ঘোষণা দেন করণ।

আর সিক্যুয়েলে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালোহোত্রা ও আলিয়া ভাটদের পরিবর্তে টাইগার শ্রফকে পছন্দ করেন পরিচালক। কিন্তু যত বিপত্তি নায়িকাদের নিয়ে। এর মধ্যে প্রেমিকা দিশা পাটানি, সারা আলি খান ও জানভি কাপুরের নাম শোনা গেছে।

কিন্তু সবাইকে তাক লাগিয়ে এবার টাইগার শ্রফের নায়িকা হতে যাচ্ছেন অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় দুজন নায়িকা থাকবেন। অনন্যা ছাড়াও দ্বিতীয় নায়িকা হিসেবে তারা সুতারিয়াকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, অনন্যাকে সিনেমায় অভিষেকের ব্যাপারে সাহায্য করছেন সালমান খান।

ইতোমধ্যে সিনেমার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ১৮ বছর বয়সি অনন্যা। ফিটনেস ঠিক করতে তারকা ফিটনেস কোচ ও পুষ্টি বিশেষজ্ঞ ইয়াসমিন করাচিওয়ালার শরণাপন্ন হয়েছেন তিনি। এছাড়া অভিনয় ও নাচের ক্লাসে নিয়মিত অংশ নিচ্ছেন অনন্যা।

এর আগে মেয়ের অভিনয় প্রসঙ্গে চাংকি পান্ডে বলেন, ‘হ্যাঁ, অনন্যা অভিনয়শিল্পী হতে চায় এবং এ সিদ্ধান্তের কথা কিছুদিন আগে আমাকে জানিয়েছে। আমি চাই সন্তানরা নিজেদের যোগ্যতায় ও পরিচয়ে পরিচিত হোক। ’

সূত্র: বলিউড লাইফ

Similar Articles

Advertismentspot_img

Most Popular