বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দিনাজপুরের কাহারোলে কিশোর ধণ্যরাম রায়ের মাকে এমপি গোপাল সহায়তা প্রদান করেন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের কাহারোলের উপজেলার বিরলী গ্রামের কিশোর ধন্যরাম রায়ের মাকে সহায়তা প্রদান অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
৯ জুলাই রোববার সন্ধ্যায় কাহারোল উপজেলার বিরলী গ্রামে স্থানীয় জনগন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কাহারোল উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, স্থানীয় ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, স্থানীয় কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ হাঁস প্রমুখ।
মনোরঞ্জন শীল গোপাল এমপি তাঁর বক্তব্যে হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর পুলিশের দায়িত্বহীনতার তীব্র সমালোচনা করে বলেন, তিনি হত্যার শিকার ধণ্যরাম রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং সন্তান হারা মা পরনা রানী রায়ের দুঃখের সময় তার পাশে থাকার জন্য কাহারোলবাসীকে আহবান জানান।
উল্লেখ্য, কাহারোলে আমন বীজতলা গরু খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে ধন্য রাম রায় (১৫) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে। ধন্য রাম রায় উপজেলার তারগাঁও ইউনিয়নের বিরলী গ্রামের মৃত নন্দী রায়ের ছেলে। মা পরনা রানী রায়ের নিজস্ব কোন বাড়ী নেই। তিনি ভাইয়ের বাড়ীতে থেকে একমাত্র সন্তান ধণ্যরাম রায়কে লেখাপড়া করাচ্ছিলেন। পরনা রানী নারী কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সেই অর্থ দিয়ে ছেলের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন।
সংসদ সদস্য নিহত ধণ্যরাম রায়ের মামী জ্যো¯œা রানী’র হাতে ২ বান্ডিল টিন, ১টি গরু ও নগদ ১৬ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular