দামুড়হুদায় ওষুধ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

0
28

দামুড়হুদায় কোম্পানির ইনভয়েস ব্যতীত ওষুধ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। ওই ব্যবসায়ীর নাম সাব্বির হোসেন। তিনি লোকনাথপুর পূর্ব পাড়ার সোহরাব হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা গেছে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্ব পাড়ার সোহরাব হোসেনের ছেলে সাব্বির হোসেন ওষুধ কোম্পানির ইনভয়েজ ছাড়া বিভিন্ন দোকানে বিক্রি করছে, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা সেখানে অভিযান চালান। এসময় সাব্বিরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পান। পরে তাকে ওষুধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৭০ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন। সাব্বির জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ।