নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা দামুড়হুদা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক তাছির আহমেদ, আব্দুস সালাম ও হাফিজুর রহমান কাজল। নির্বাচনে কোনো পদের বিপক্ষে প্রার্থী না থাকলেও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা হয়।
সাধারণ সম্পাদক পদে একের অধিক প্রার্থী হওয়ায় গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বীতা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুরশেদ বীন ফয়সাল (তানজির) ও সদস্য মোজাম্মেল শিশির। বৈধ ২৩ ভোটার তাদের মতামত গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করেন। ভোট গ্রহণ শেষে ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয় মুরশেদ বীর ফয়সাল (তানজির)। তার একমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মোজাম্মেল শিশির পেয়েছেন ৪ ভোট।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন সভাপতি পদে শামসুজ্জোহা পলাশ, সহ-সভাপতি পদে মিরাজুল ইসলাম মিরাজ, সহ সাধারণ সম্পাদক পদে সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল হাসান তোতা, কোষাধ্যক্ষ পরে শমশের আলী, দফতর সম্পাদক পদে এসএস সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য পদে তাছির আহমেদ, আঃ সালাম, হাবিবুর রহমান, মেহেদী হাসান মিলন ও আরিফুল ইসলাম মিলন।