দাতাদের অর্থছাড় কমেছে ১০ কোটি ডলার!

0
37

নিউজ ডেস্ক:

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার ঋণের কারণে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রতিশ্রুতির পরিমাণ বেড়েছে। কিন্তু কমেছে অর্থছাড়ের পরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।

ইআরডির তথ্যানুযায়ী, চলতি অর্থবছর সরকারের প্রতিশ্রুতি আদায় করার লক্ষ্যমাত্রা ৬ শ’ কোটি ডলার। এর বিপরীতে নভেম্বর পর্যন্ত প্রতিশ্রুতি পাওয়া গেছে ১ হাজার ৩৭২ কোটি ২০ লাখ ডলার। গতবছর একই সময়ে ছিল ৯৭ কোটি ২০ লাখ ডলার।

আর নভেম্বর পর্যন্ত ছাড় করেছে দাতারা ৯০ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার। যা গতবছরের একই সময়ের তুলনায় ১০ কোটি ডলারের চেয়েও কম। গত বছর নভেম্বর পর্যন্ত ছাড় হয়েছিল এক শ’ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার।