দর্শনায় ১৬টি পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ে ওসির বৈঠক

0
3

দর্শনা থানার এলাকার ১৬টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মুন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন দর্শনা থানা অফিসার্স বিপ্লব কুমার সাহা।

গতকাল ১৬টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মুন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ সুস্থ্য ও শান্তিপূর্ণ এবং নিরাপত্তার যাতে পূজা উদ্যাপন করতে পারে এবিষয় নিয়ে। এ বৈঠকে পূজা মন্ডপগুলো নিরাপত্তা দিয়ে বেশ কিছু পদক্ষেপ নেন। আগামী ০৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর সারদীয় দূর্গা উৎসব উদ্যাপন পর্যন্ত বিভিন্ন পদক্ষেপে যেমন রাতে পাহারার ব্যবস্থা করা,ঝুকি পূর্ন রাস্তাগুলতে নজরদারী বাড়ানো এবং প্রয়োজনে পূজা মন্ডপে সিসিটিভি ক্যামরা লাগনোর বিষয় সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়া পুলিশি নজরদারী রাখা হবে বলে জানান দর্শনা থানা অফিসার্স বিপ্লব কুমার সাহা।

এদিকে বাংলাদেশ জামায়ত ইসলামীর জেলা সেক্রেটারী আব্দুল কাদের জানান দর্শনা পৌর এলকায় তাদের দলের পক্ষ থেকে পূজা মুন্দিরগুলো নজর রাখছেন। যাতে হিন্দু সম্পদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের সরদীয় দূগার্ উৎসব পালন করতে পারে। দর্শনা কেরুজ সার্বজনীন জয় দূগার্ মুন্দিরের সভাপতি নমিতা মালাকার ও সাধারণ সম্পাদক রাঁধা রানী দাস। দর্শনা পুরাতস বাজার শ্রী শ্রী দূগার্মাতা মন্দির এর সভাপতি প্রান্ত দেবনাথ ও সাধারণ সম্পাদক নকুল অধিকারী, দর্শনা হরিজন সম্প্রদায়ের মন্দিরের সভাপতি রতন বাঁশফোড়, সাধারণ সম্পাদক রানু বাঁশফোড়সহ দর্শনা থানা এলাকার ১৬ মন্দিরের পূজা উদ্যাপন কমিটি ও পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের নেত্রীবৃন্দ।

এ দিকে একই সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা দর্শনা পৌরসভা এলাকাসহ বেগমপুর পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন। কোথাও যাতে কনো ধরনের অপ্রীকর ঘটনা না ঘটে এ বিষয় সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি আহবান জানান। নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে সরদীয় দূগার্ উৎসব পালন করতে পারে সে বিষয় সকলকে সহযোগিতা করার নির্দেশ দেন এলাকাবাসীর।