আজ রবিবার সকাল ১১ টার দিকে দর্শনা পৌর সভার পরানপুর ৫ নং ওয়ার্ডের বটতলা হতে গোপালখালী পর্যন্ত ৫শ মিটার ও দর্শনা ৭ নং ওয়ার্ডের ইসলামবাজার পাড়ার ২শ ৫০ মিটার আরসিসি ড্রেন নির্মান কাজের শুভ উদ্ধোধন করেন।
ড্রেন উদ্ধোধনের সময় এমপি আলী আজগার টগর বলেন,এ সরকার উন্নয়ন মৃলক সরকার, সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলে দেশে আজ এতো উন্নয়ন মৃলক কাজ হচ্ছে। এমন কোন গ্রাম নেই সেখানে উন্নয়ন হয়নি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলী মুনছুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামীলীগের সভাপতি রুস্তম আলী, দর্শনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজেদুল আলম,ওয়ার্ড সেক্রেটারি ফরজ মল্লিক,যুবলীগ নেতা আব্দুল মান্নান,আশরাফুজ্জামান বেল্টু,সাইফুল ইসলাম হুকুম,আশরাফুল আলম প্রমুখ।