বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দর্শনায় কেরুর মদ চুরি; সাময়িক বরখাস্তের পর জুতাপেটা!

দর্শনার কেরুজ ডিষ্ট্রিলারী বিভাগ থেকে মদ চুরির ঘটনা ঘটেছে। ডিষ্ট্রিলারী বিভাগের সহকারী ইলেকট্রিশিয়ান আব্বাস আলীর বাক্স থেকে ওই ৮ বোতল ফরেন লিকার মদ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর ডিস্ট্রিলারীর বাবর আলী মেম্বর তাকে জুতাপেটা করেছে।

জানা গেছে, গত সোমবার বেলা আড়াইটার দিকে কেরুজ ডিষ্ট্রিলারী ম্যানেজার রাজিবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সানোয়ার হোসেন, কেমিষ্ট আব্দুল হালিম ও ডিষ্ট্রিলারী মেম্বর বাবর আলী অভিযুক্ত আব্বাস আলীর বাক্স থেকে মদের বোতল উদ্ধার করে। ধারনা করা হচ্ছিল, চুরির মদের বোতল সেখান থেকে পাওয়া যায়। এ ঘটনায় আব্বাস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে কেরু কর্তৃপক্ষ। এরপর তাকে জুতাপেটা করেন মেম্বর বাবর আলী।

তবে আব্বাস আলীর দাবী, আমি এবার শ্রমিক নির্বাচনে বাবর আলীর প্রতিদ্বন্দ¦ী প্রার্থী। সেকারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে আমার বাক্সে কেউ ওই ৬ বোতল মদ রেখে গেছে। চুরির সাথে আমি জড়িত নই।

এ বিষয়ে ডিজিএম ইউসুফ আলী বলেন, অভিযুক্ত আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে জানা যাবে কারা কারা জড়িত।

Similar Articles

Advertismentspot_img

Most Popular