দর্শনা কেরুজ চিনিকলের ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

0
15

লোকসান কমাতে সকলকে সততার সাথে কাজ করতে হবে
নিউজ ডেস্ক: দর্শনার ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চিনিকলের ক্যান কেরিয়ার চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। দর্শনা কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে চিনি শিল্পের অবস্থা নাজুক। চিনি শিল্পের মেরুদন্ড ভেঙ্গে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। চরম বিপর্যয়ের মুখে দেশের চিনি শিল্প অবস্থান করলেও কেরু এন্ড কোম্পানী একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় কেরুজ চিনিকলকে আধুনিকায়ন করতে ইতোমধ্যেই সরকার সাড়ে ৪৭ কোটি টাকার পরিবর্তে রিটেন্ডারের মাধ্যমে ১শ কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করেছে। সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ শিল্প প্রতিষ্ঠান যাতে আজীবন টিকে থাকে। তাই প্রতি বছরেই সরকার কোটি কোটি টাকা এ শিল্প প্রতিষ্ঠানকে ভর্তূকি ও ব্যাংক লোন দিচ্ছে। বক্তারা আরও বলেন, রুগ্ন শিল্পকে লোকসানের বোঝা কমাতে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের আরো দক্ষ, কর্মঠ, দূরদর্শিতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়া এ প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য জেলাবাসীকে আখচাষের উপর বেশী উদ্যোগী হতে হবে। কারণ আখ চাষিরা এই মিলের প্রাণ। তাই আখ চাষিদের সাথে সাথে শ্রমিক-কর্মচারিদের আখচাষ বাধ্যতামূলক করে আরো একধাপ এগিয়ে নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। আবার চাষিদের সুবিধার কথা চিন্তা করে ইতোমধ্যেই কয়েক দফায় আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আখচাষিদের যাতে দূর্ভোগ পোহাতে না হয় সে কারণে আধুনিক পদ্ধতিতে মোবাইল ম্যাসেজের মাধ্যমে যেমন ই-পূর্জি দেয়া হচ্ছে, তেমনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আখের মূল্য পাচ্ছে কৃষকরা। তবে কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে ২০১৮-১৯ মৌসুমে কেরুজ নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৭ একর সহ সর্বমোট ৬ হাজার ৫৮৯ একর জমিতে আখচাষ করা হয়েছে। এর মধ্যে থেকে ৯০ কার্যদিবসে ১ লক্ষ মেট্রিকটন আখ মাড়াই করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাড়াইকৃত আখের গড় হার ধরা হয়েছে ৭ দশমিক। এ মাড়াই থেকে চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের পরপরই উপস্থিত অতিথিসহ কেরুজ কর্মকর্তা ও কর্মচারীরা কেইন কেরিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মধ্যদিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
এসময় আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জগতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের, দর্শনা চিনিকলের পদন্নতি (কৃষি) সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) এম রাসেল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম, দর্শনা কেরুজ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারন সম্পাদক মাসুদুর, সহ সভাপতি ফারুক আহম্মেদ, সহ সাধারন সম্পাদক খবির উদ্দিন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস।
ডিজিএম সম্প্রসারণ (কৃষি) গিয়াস উদ্দিনের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সভা শেষে দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম হাজি আ. খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ডিস্টিলারী) কবীর আহম্মেদ সরকার, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ার কবির, সেলস অফিসার শেখ শাহবুদ্দিন, এসিপিও (ইক্ষুক্রয়) মনিরুজ্জামান মনির, কেরুজ চিনিকলের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ, মোস্তাফিজুর রহমান, কেরুজ সিকিউরিটি ইন্সপেক্টর গিয়াস উদ্দিন পিনা প্রমুখ।