দর্শনা কেরুজ চিনিকলের ২০২৪-২৫ রোপণ-মাড়াই মৌসুমে উন্নত কলাকৌশল প্রয়োগে আখ রোপন বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে সিডিএ ও সিআইসিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ চিনিকলের নবাগত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের এই ভারী শিল্পপ্রতিষ্ঠান আপনাদেরই সম্পদ। এ সম্পদ রক্ষা ও টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সেক্ষেত্রে অধিক পরিমাণে আখ চাষের বিকল্প নেই। মনে রাখতে হবে, এলাকার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি ঐতিহ্যবাহী কেরুজ চিনিকলের মূল কাঁচামাল হচ্ছে আখ।
সরকার যেমন আখের মূল্য বৃদ্ধি করেছে, তেমনি কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করেছে। একর প্রতি আখের ফলন বৃদ্ধির জন্য আমরা কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছি এবং কৃষকদের সর্বদা পরামর্শ দিয়ে আসছি।
যাতে তারা আখ চাষে অধিক মুনাফা অর্জন করতে পারে। উন্নত জাতের আখ চাষ এবং সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কেরুজ চিনিকল টিকিয়ে রাখতে হলে সবার জায়গা থেকে পরিশ্রম করতে হবে এবং আখচাষীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) দেলোয়ার হোসেন, কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সভাটি পরিচালনা করেন ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান।