দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

0
2

বিশ্বব্যাংক দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোর জন্য রেকর্ড ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অনুদান সহায়তার ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এ সহায়তা তহবিলের একটি বড় অংশ দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জগুলো সমাধানে ব্যয় হবে। ইতোমধ্যে ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।

মুখপাত্র বলেন, “গত তিন বছরে প্রতিশ্রুত তহবিল ২৩.৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৩.৭ বিলিয়ন ডলারে উন্নীত করেছে দাতা দেশগুলো। এ অর্থ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে রেয়াতি ঋণ ও অনুদান হিসেবে প্রদান করা হবে।”

২০২১ সালে এই সহায়তা ছিল ৯৩ বিলিয়ন ডলার, যা এবার বাড়িয়ে ১০০ বিলিয়ন ডলার করা হয়েছে। আইডিএ বর্তমানে বিশ্বের ৭৮টি দরিদ্রতম দেশে কার্যক্রম পরিচালনা করছে। এ প্রকল্পে অর্থায়নকারী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

বিশ্বব্যাংকের তথ্যমতে, চলতি বছরে যুক্তরাষ্ট্র আইডিএ প্রকল্পে চার বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশও তাদের অনুদান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

বিশ্বব্যাংক আশা করছে, এই তহবিল দরিদ্র দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।