রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় করোনার দ্বিতীয় দফার সংক্রমণ : বিধিনিষেধ জোরদার

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফা করোনার আঘাত ঠেকাতে রোববার থেকে বিধিনিষেধ জোরদার করা হচ্ছে।
করোনার প্রথম দফা সংক্রমণ দেশটি সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু শনিবার দক্ষিণ কোরিয়ায় ৩৩২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে। গত মার্চ মাসের পর একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।
দেশটির স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী পার্ক নেওং হু এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা এখন একটি অনিশ্চিত পর্যায়ে রয়েছি। আমরা দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হতে দেখছি।
ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণই এখন আমাদের অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।
দেশটিতে জোর পদক্ষেপের অংশ হিসেবে সমাবেশ ও পেশাদারী খেলাধূলা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেশের সৈকতগুলোও বন্ধ থাকবে।
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১৭ হাজার ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং ৩০৯ জন মারা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular