থাইল্যান্ডে নৌ-দুর্ঘটনায় আরো ৩ লাশ উদ্ধার !

0
24

নিউজ ডেস্ক:

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের কাছে সাগরে ডুবে যাওয়া নৌযান থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।
ফুকেটের প্রাদেশিক গভর্নর নোরাফাত প্লোথং উদ্ধার কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধারকৃত নতুন তিন মরদেহ যদি নিমজ্জিত নৌযান ফনিক্সের বলে নিশ্চিত হয়, তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়াবে এবং আরো দুই জন নিখোঁজ থাকবে। কারণ থাই ও চীনা কর্মকর্তারা বলছেন, যে ১০ জনের নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছিল তাদের মধ্যে পাঁচ যাত্রী নিরাপদে রয়েছে এবং তিনজন চীনে ফেরত গেছে।
এদিকে নিহতদের মধ্যে ৪২ জন চীনা নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে।