তোমার প্রেমের আলো [কবি সৈয়দ শামসুল হক স্মরণে]

0
64

নিউজ ডেস্ক:

মুহাম্মদ সামাদ
তুমি মাটির প্রেমিক
তুমি জলের প্রেমিক
তুমি নদীর প্রেমিক
তুমি নারীর প্রেমিক
তুমি পাখির প্রেমিক
তুমি গানের প্রেমিক;
তুমি মেঘের প্রেমিক
তুমি বৃষ্টির প্রেমিক
তুমি ভোরের প্রেমিক
তুমি পূর্ণিমা প্রেমিক;
তুমি ধানের প্রেমিক
তুমি পানের প্রেমিক
তুমি তিলের প্রেমিক
তুমি তিসির প্রেমিক;
তুমি গোলাপ প্রেমিক
তুমি বকুল প্রেমিক
তুমি অশোক প্রেমিক
তুমি পলাশ প্রেমিক;
তুমি পথের প্রেমিক
তুমি দ্রোহের প্রেমিক
তুমি মুক্তির প্রেমিক
তুমি বাংলার প্রেমিক;
তুমি আলোর প্রেমিক-
তোমার প্রেমের আলো
আমাকে ভাসায়
আমাকে কাঁদায়
আমাকে ওড়ায়
আমাকে পোড়ায়
তোমার প্রেমের আলো!!