তুরস্কে আইএস বিরোধী অভিযানে আটক ৪৬০ !

0
30

নিউজ ডেস্ক:

তুরস্কে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য বামপন্থী পিকেকে এবং ইরাক-সিরিয়ায় সক্রিয় আইএসকে দায়ী করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর জের ধরে তুরস্কে সম্প্রতি এক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। দেশটির অন্তত ১৮টি প্রদেশ জুড়ে চালানো এই অভিযানে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে প্রায় ৪৬০ জনকে আটক করেছে তারা। তুরস্কের রাষ্ট্রীয় আনাদুলু সংবাদ সংস্থা তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

এই প্রতিবেদনে বলা হয়ছে, যাদেরককে আটক করা হয়েছে তাদের মধ্যে রাজধানী আংকারায় অন্তত ৬০ জন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফায় ১৫০ জন, সিরীয় সীমান্তবর্তী গাজিয়ানটেপে ৪৭ জন আটক হয়েছেন।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছেন, ইজমির প্রদেশে হামলার প্রস্তুতিকালে আইএসের সন্দেহভাজন ৯ সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী কোচায়েলি প্রদেশ থেকে হামলা পরিকল্পনার অভিযোগে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০জন শিশুসহ ১৪জন বিদেশী নাগরিকও রয়েছে।

উল্লেখ্য গত ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করা হয়। পরবর্তীতে এ হামলার দায় স্বীকার করে নেয় আইএস। এদিকে এ হামলায় জড়িত অভিযোগে আবদুলগাদির মাশারিপভ নামে উজবেক বংশোদ্ভূত এক তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত মাশারিপভ হত্যাযজ্ঞের ব্যাপারে আত্মস্বীকৃতি দিয়েছে বলে কর্তৃপক্ষের দাবি করেছে।