বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে !

নিউজ ডেস্ক:

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় এ চুক্তি সম্পাদিত হতে পারে। গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ তৈরি করে বাংলাদেশের পানি সংরক্ষণের চেষ্টা চলছে। ভারতের সঙ্গে ১৯৯৮ সালে হওয়া গঙ্গা চুক্তি অনুযায়ী সরকার গঙ্গা নদীর উপর এই ব্যারেজ তৈরির কথা ভাবছে। ব্যারেজ তৈরি হলে সহজেই পানি সংরক্ষণ করা যাবে।

তিনি বলেন, নদী রক্ষা ও পানি সংরক্ষণের কথা আগে না ভাবার কারণে দেশে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। বর্তমানে সুপেয় পানি ভূগর্ভের অনেক নিচে নেমে যাচ্ছে। এ কারণে আমরা ভূ-পরিস্থ পানি সংরক্ষণের চেষ্টা করছি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য ও এসডিজির প্রধান সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির।

‘ভূ-গর্ভস্থ পানির উৎস আর করো না শেষ, ভূ-পরিস্থ পানিতে বাঁচবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে ‘বিশ্ব পানি দিবস-২০১৭’। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular