শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

তিস্তা নদী রক্ষা আন্দোলন: সর্বস্বান্ত সিরাজুলদের দাবি ভাঙন বন্ধে ব্যবস্থা নেওয়া হোক

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এ শ্লোগানকে সামনে রেখে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। সকাল থেকে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন অনেকে। দুপুরে রংপুরের কাউনিয়া পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিস্তার মহিপুর চরে দেখা যায়, কর্মসূচি উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতুর নিচে মানুষের ঢল নেমেছে। রাত্রিযাপনসহ সেখানেই রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করবেন আয়োজকরা। এছাড়াও তিস্তা বাঁচাও নদী বাঁচাও, মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, করতে হবে এমন বিভিন্ন প্লাকার্ড নিয়ে আসছে তারা।

লালমনিরহাটের কালীগঞ্জ এলাকার মহিষখোচা এলাকার সোলেমান (৬০) বলেন, বাবা এই তিস্তা হামার বাড়ীঘর সব খাইছে। হামরা শুধু এই তিস্তা নদীর কাজ চাই। সরকার হামার দাবি মেনে না নিলে হামরা আর বাড়ি ফিরবার নাই।

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখাল এলাকার রফিকুল ইসলাম বলেন, হামার একটায় দাবি হামরা তিস্তার বান্ধোন চাই। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই। হামরা আর আশা থাকবার চাই না হামরা কাজ দেখবার চাই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular