বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তিস্তা চুক্তিতে সম্পর্কের নতুন পর্যায় অতিক্রম করবে !

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত দুদেশের যৌথ পানিসম্পদগুলোকে একক শক্তি হিসেবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন।

তিনি বলেছেন, ‘তিস্তা চুক্তি সই হলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক রূপান্তরের নতুন পর্যায় অতিক্রম করবে।’

সোমবার নয়াদিল্লিতে একটি হোটেলে ইন্ডিয়া ফাউন্ডেশনের দেওয়া সংবর্ধনায় তিনি এ আশাবাদের কথা উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, ‘নদীগুলোর পানিবণ্টনে ব্যাপক পরিকল্পনার মধ্যেই আমাদের যৌথ ভবিষ্যৎ নির্ভরশীল। বাংলাদেশ সরকার বিশ্বাস করে, তিস্তার পানি বণ্টনের বিষয়টির সমাধান হলে ইন্দো-বাংলাদেশ সম্পর্কের নতুন রূপান্তর ঘটবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের অভিন্ন পানিসম্পদকে অবশ্যই ঐক্যবদ্ধ করার শক্তি হিসেবে ব্যবহার করা উচিত। তিস্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো একবার তা দ্রুত সমাধানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটির ওপর আমরা ভরসা রাখছি।’

প্রসঙ্গত, চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular