তিনঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক !

0
25

নিউজ ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে পাহাড় ধসে রেল যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। সোমবার সকাল সোয়া ৮টা থেকে সারাদেশের দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে শমসের নগর রেল স্টেশন মাস্টার কবির আহমদ জানান, রেল লাইনে দুইটা ট্রেন আটকে যায়। একটা শমসের নগরে অপরটি বানোগাছ স্টেশনে। লাউয়াছড়া উদ্যানের মাগুড়া এলাকায় টিলা ধসে পড়লে রেল লাইন বন্ধ হয়ে পড়ে।

তিনি আরো বলেন, ঘটনার পর রেল লাইন কর্মীরা মাটি সারানোর কাজ শুরু করে। এরপর তিন ঘণ্টা সময় ধরে মাটি সরানো কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

প্রসঙ্গত, গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়নের দিরাই এলাকায় পাহাড় ধসে দু’জন নিহত হয়েছেন।