নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে প্রবাসী বাঙালিদের সজাগ ও সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
ইতালির রোমে গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনামুল হক শামীম বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ তৈরি করেছিল। দেশের সম্পদ লুটপাট করেছিল। এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। সেদিন আওয়ামী লীগের ২২জন নেতাকর্মীসহ ২৪ জন মারা যান। তারেক রহমানের মদদেই সারাদেশে জঙ্গিবাদের উত্থান হয়। অথচ সেই তারেক রহমান দেশ ছেড়ে বিদেশের মাটিতে আয়েশি জীবন যাপন করছেন। এখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন তিনি। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আগামীতেও থাকবে।
ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম প্রবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশে আজ উন্নয়ন হচ্ছে। বিএনপি আসলে দেশ পিছিয়ে যায়। গত আট বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা বিগত ২৮ বছরে কেউ করতে পারেনি। এ জিনিসটা আজকে জাতি উপলদ্ধি করতে পেরেছে।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রবাসী বাঙালিদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের আগে দেশে গিয়ে নৌকার জন্য জনমত গঠন করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা ভালো থাকলে দেশ ভাল থাকবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে।
ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন, লোকমান হোসেন, জি এম কিবরিয়া, হোসনে আরা বেগম, জহির সিকদার, হাবীব চৌধুরী, আলী আহম্মদ ঢালী, জাহাঙ্গীর ফরাজি, নজরুল ইসলাম মাঝি, গাজী তাহের, জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, আতিয়ার রসুল, কিটন শিকদার. এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, জামান মোক্তার, লুৎফর সর্দার, আব্দুর রহমান, মান্নান মাতবর, হাবীব মকদম, ফারুক খালাসী, বাবু ঢালী, উজ্জল মৃধা, এনায়েত করিম, শেখ মামুন, খলিল বন্দুকছী, হুমায়ন কবির, মাসুদ রানা, নুপুর আক্তার, নয়না আহমেদ, মজিবর রহমান, রানা রমজান, মোজাম্মেল পাটোয়ারী প্রমুখ।
এসময় যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, রোমা নর্দ আওয়ামী লীগ, বারী আওয়ামী লীগ, নাপলী আওয়ামী লীগসহ বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।