তারুণ্যের উৎসবে কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে  দিনব্যাপী মেলা

0
9

মো: মাসুদ রানা (কচুয়া)

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগানে এ প্রতিপাদ্যকে ধারনে করে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে চাঁদপুরের কচুয়ায় ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দিনব্যাপী মেলা।

১৫টি স্টল নিয়ে বিভিন্ন পিঠা,নার্সারী,কসমেটিকস সহ বিভিন্ন বাহারী ধরনের পসরা সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গনে ভিড় জমান ওই বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানার নেতৃত্বে ও সহকারী শিক্ষক মানিক সরকার এবং সেলিম মিয়ার সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য শিক্ষকরাও সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা সহ অন্যান্য শিক্ষকরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

শিক্ষার্থীরা জানায়, তারুন্যের উৎসবে মেলার আয়োজন করায় অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি। এটি যেন সব সময় থাকে, সেটাই প্রত্যাশা করেন শিক্ষাথীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা বলেন, সামাজিক অপরাধ রোধ ও গ্রামবাংলার মানুষের চিত্ত বিনোদন ও নির্মল আনন্দ উপভোগের জন্য তারুন্যের উৎসবে এ মেলার আয়োজন। তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে এই উদ্যোগকে স্বাগত জানান তিনি।

ছবি: কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে তারুন্যের উৎসবে স্টলগুলো পরিদর্শন করছেন প্রধান শিক্ষক জেসমিন সুলতানা।