তামাবিল স্থলবন্দরে ভারতীয় ট্যাংকারে ভয়াবহ আগুন

0
2

সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারত থেকে আসা মিথানল পরিবহনকারী একটি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে তামাবিল স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ভারতীয় ট্রাংকারটির সামনের অংশ সম্পূর্ণ পুরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তামাবিল স্থলবন্দর বন্দরের আমদানিকারক শামীম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে তামাবিল স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা মিথানলবাহী একটি ট্যাংকারের ইঞ্জিন থেকে আগুন লেগে যায়।

খবর পেয়ে জৈন্তাপুর ফায়ার ব্রিগেড ও ভারতীয় ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।