বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তলোয়ার হাতে ট্রাম্পের নাচ (ভিডিও) !

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সস্ত্রীক এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সফরে এসেই শনিবার সৌদি আরব ও আমেরিকার মধ্যে ১১ হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তিসহ দুই দেশ মধ্যে মোট ৩৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্টকে সাদরে অভ্যর্থনা জানাতে সৌদি বাদশা আয়োজন করেন ঐতিহ্যবাহী নৃত্যের। সেখানে শুধু স্থানীয় কলাকূশলীরাই ছিলেন না, আমন্ত্রিত অতিথিরাও তলোয়ার হাতে সে নাচে অংশ নিলেন।

আরদাহ নামে তলোয়ারের এ নাচে সৌদি বাদশা সালমানের সঙ্গে যোগ দিলেন ট্রাম্প, মার্কিন বাণিজ্যমন্ত্রী রস উইলবার ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শুধুমাত্র হোয়াইট হাউজের স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন নাচে অংশ নেয়নি। ২০০৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও সৌদি আরব সফরে এসে এ নাচে অংশ নেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular