ঢাবির বিশেষ সমাবর্তন ৪ জুলাই !

0
33

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন আগামী ৪ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিয়া আমানো। সমাবর্তনে তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানে তিনি ‘শান্তি ও উন্নয়নে পারমাণবিক শক্তি’শীর্ষক বক্তৃতা দেবেন।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।

বিশেষ সমাবর্তন উপলক্ষে আজ বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাবর্তন মহড়া হবে। অংশগ্রহণেচ্ছু ডিন এবং সংশ্লিষ্টদের সোমবার দুপুর আড়াইটার মধ্যে সমাবর্তন মহড়ায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।