নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ১৮৮ জন শিক্ষার্থী।
এদের মধ্য থেকে ২ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী ‘খ’ ইউনিটের আওতাধীন বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আখতারুজ্জামান।
ভর্তিইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU স্পেস KHA স্পেস Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
উত্তীর্ণরা ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ১০ অক্টোবর বিকাল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।