নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। এ সময় তাদের হাতে ফুলের তোড়া, ক্রেস্ট এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেওয়া হয়।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। ছাত্রকল্যাণ সমিতির সভাপতি তানভীর হাসান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
অধ্যাপক মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্বমানের নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বিপদে-আপদে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে।’ শিক্ষার্থীদের ভালো ফল করার তাগিদ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম শাহজাহান কামাল বলেন, ‘সরকারকে অকার্যকর করতে জঙ্গিরা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোনোক্রমেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ । যারা জঙ্গিবাদকে প্ররোচনা দেয় তাদের কাছ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথি এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।