শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঢাবি ছাত্রলীগের ৫ নেতা-কর্মী বহিষ্কার !

নিউজ ডেস্ক:

সামান্য অজুহাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতিসহ পাঁচ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে এই পাঁচজনসহ মোট আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছিল হল কর্তৃপক্ষ।

আমজাদ আলী বলেন, নৃ-বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ইসমাইল আহমেদ মুবিনকে মারধরের ঘটনায় পাঁচজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মৌখিকভাবে উপাচার্য এ অনুমোদন দিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- ঘটনার হোতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল ইসলাম আরিফ, আহসান হাবিব সজীব (আইন বিভাগ, তৃতীয় বর্ষ), আবু ইউনূস (ইসলামিক স্টাডিজ, তৃতীয় বর্ষ), কাজী তানভীর আহমেদ (ভাষা বিজ্ঞান, দ্বিতীয় বর্ষ) ও সামচিতা ব্রিজ প্রান্ত (শিক্ষা ও গবেষণা, দ্বিতীয় বর্ষ)।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা আরিফের গায়ে ধাক্কা দেওয়ার অভিযোগ এনে মুবিনকে বেধড়ক মারধর করেন হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী কয়েকজন কর্মী আর ওই ছাত্রলীগ নেতা। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলে চিকিৎসকরা জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular