রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

ঢাকায় ভোরেই আকাশ ভেঙে নামল বৃষ্টি

রাজধানী ঢাকায় শনিবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরলেও সারারাত বৃষ্টির দেখা মেলেনি।

তবে ভোরের আলো ফোটার পর হঠাৎ করে বজ্রসহ ভারী বৃষ্টি শুরু হয়। যা অনেকটা সময় ঝরেছে।

বৃষ্টির এ পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। গতকাল শুক্রবার দেওয়া পূর্বাভাসে দেশের আবহাওয়া সংস্থা বলেছিল, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এমন অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

অপরদিকে দ্বিতীয় দিন শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে ওইদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্ভাবাসে জানানো হয়।

এতে আরও বলা হয়েছে রোববারও (১৩ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় সারা দেশ থেকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular