ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বারী সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত

0
43

নিউজ ডেস্ক:

খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও বিখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার জানাজা পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।

তার দ্বিতীয় জানাজা পড়ানো হবে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায়। এরপর মরদেহ নেত্রকানায় নিয়ে যাওয়া হবে। সেখানে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে পড়ানো হবে তৃতীয় জানাজা। এরপর বাদ আসর নেত্রকোনার কারলি গ্রামের বাউলবাড়িতে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই সুরসাধক। গত ১৭ নভেম্বর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়ে তাকে। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল বেশ কিছুদিন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার দুটি কিডনি অকার্যকর ছিল।