ঢাকা থেকে নিখোঁজ সুবা নওগাঁয় উদ্ধার, তরুণ আটক

0
10
মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে আদাবর থানা ও ডিবি পুলিশ। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় আসে আরাবি ইসলাম সুবা। গত রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে।

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই শোরগোল পড়ে যায় সবখানে। তার খোঁজ জানতে অনেকেই ছিলেন আকুল হয়ে। এরমধ্যেই আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের পর মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, সন্ধান পাওয়া গেছে সুবার। তিনি আছেন নওগাঁয়। তবে হারাননি, প্রেমিকের হাত ধরে সেখানে যান এই স্কুলছাত্রী।

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ছেলের হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চালালে নওগাঁয় তাদের অবস্থান শনাক্ত করা যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এবলেন, ‘আমরা মেয়ের খোঁজ পেয়েছি। ছেলেরও খোঁজ পেয়েছি। তাদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি। এখনও পর্যন্ত মেয়ে আমাদের হাতে এসে পৌঁছায় নাই। ছেলের বাবা-চাচা’র সাথে কথা বলেছি, তাদের কাছে মেয়ে সকালে ছিল। পরে আবার বাসা থেকে বেরও হয়ে গেছে। বিষয়টা তারা মেয়ের বাবাকেও জানিয়েছে।’

এই ঘটনায় মেয়ের বাবার অসহযোগিতার দাবি করে জুয়েল রানা বলেন, ‘পুলিশকে সহযোগিতা করা দরকার। কালকে থেকে পুলিশের অসংখ্য টিম কষ্ট করতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে বলা হচ্ছে যে তারা না যাওয়া পর্যন্ত যেন কোনোভাবেই পুলিশের হাতে হস্তান্তর না করা হয়।’