ফেসবুক তাদের লাইভ ভিডিও সংরক্ষণ নীতিতে পরিবর্তন এনেছে। এখন থেকে লাইভ ভিডিওগুলো মাত্র ৩০ দিন সংরক্ষিত থাকবে। তারপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
পুরোনো লাইভ ভিডিওগুলোর ক্ষেত্রে আরও ৯০ দিন সময় পাবেন সেগুলো ডাউনলোড করে রাখার, এরপর সেগুলোও ডিলেট হয়ে যাবে। তবে পুরোনো লাইভ ভিডিওগুলো ডিলেটের আগে আপনি নোটিফিকেশন পাবেন।
ফেসবুকের নতুন নীতির কারণ কী?
যদি ব্যবহারকারীরা আরও সময় চান, তাহলে তারা ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে যদি ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে ফেলবে এবং পরে তা পুনরুদ্ধার করার কোনো উপায় থাকবে না।