বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ডব্লিউটিও মহাপরিচালকের আমন্ত্রণে জেনেভা গেছেন বাণিজ্যমন্ত্রী !

নিউজ ডেস্ক:

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের আমন্ত্রণে চার দিনের সফরে জেনেভা গেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ষষ্ঠ গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড’ শীর্ষক সভায় যোগ দিতে তার এ সফর।
গতকাল সোমবার সকালে তিনি জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গ্লোবাল রিভিউয়ের হাই লেভেল সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখানে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এইড ফর ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক : প্রোমটিং কানেকটিভিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক রাউন্ড টেবিল সেশনে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

তা ছাড়া বাণিজ্যমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক, আইটিসির মহাপরিচালক এবং আংটার্ডের মহাপরিচালক, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী ও বিশ্বব্যাংকের সিনিয়র ডিরেক্টরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় আলোচনায় প্রাধান্য পাবে।

চার দিনের সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শামীম আহসান, ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুন্ডু এবং মিনিস্টার ট্রেড মোস্তফা আবীদ খান থাকবেন।

২০০৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার হংকং মিনিস্ট্রিয়াল কনফারেন্সে উন্নয়নশীল এবং স্বল্পোন্নয়ন দেশসমূহের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এইড ফর ট্রেড কর্মসূচি গ্রহণ করা হয়। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত করা হয়। এ টাস্কফোর্সের সুপারিশ মোতাবেক প্রতি দু’বছর অন্তর এইড ফর ট্রেড কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৭ সাল থেকে গ্লোবাল রিভিউ অবে এইড ফর ট্রেড অনুষ্ঠিত হচ্ছে। ১১ থেকে ১৩ জুলাই এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এবারের সভার মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রোমটিং ট্রেড, ইনক্লুসিভনেস অ্যান্ড কানেকটিভিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’। এবারের সভায় বিগত দিনে বাণিজ্য সহায়তামূলক কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত কর্মপন্থা নির্ধারণ করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular