বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ট্রেলারে ঝড় তুললো ‘সিংহম এগেইন’

আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সিংহম এগেইন’। এর মাঝেই প্রকাশ্যে এলো এই ছবির ট্রেলার। ট্রেলার দেখেই উৎচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। আজ সোমবার এই ছবির প্রায় ৫ মিনিটের ঝলক প্রকাশ্যে আসে।

৪ মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলারের শুরু থেকেই অ্যাকশন। বাজিরাও সিংহমের স্ত্রী অবনী- কে (কারিনা কাপুর খান) অপহরণ করা হয়। স্ত্রীকে উদ্ধার করতেই এবার অজয়ের নতুন অভিযান। পরিচালক সমকালের প্রেক্ষাপটে ‘রামায়ণ’-এর মূল স্বর গল্পের মধ্যে বুনে দিয়েছেন। এসেছে শ্রীলঙ্কার প্রসঙ্গ। বাজিরাও যদি রামচন্দ্র হন, সেখানে টাইগারের চরিত্রকে লক্ষণ হিসাবে তুলে ধরা হয়েছে। হনুমানের সঙ্গে তুলনীয় ‘সিম্বা’ রণবীর সিং।

‘সিংহম’ বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত বলিউড অভিনেতা অজয় দেবগনের হাত ধরে। ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, ‘সিংহম’। ২০১৪ সালে আসে ‘সিংহম রিটার্নস’। দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’-র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন রোহিত। এবার ‘সিংহম আগেন’। এই ছবিতে পুলিশের চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং টাইগার শ্রফেরও দেখা মিলবে।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির খল চরিত্র অন্যতম আকর্ষণ। রয়েছেন অর্জুন কাপুর। তাঁকে ‘রাবণ’ বলেই উল্লেখ করা হয়েছে ট্রেলারে। জ্যাকি শ্রফের চরিত্র রহস্যে ঘেরা। দীপিকাও চমকে দিয়েছেন। সিরিজে এই প্রথম কোনও নারী পুলিশের চরিত্রকে নিয়ে এলেন রোহিত। দীপিকা অভিনীত শক্তি চরিত্রটি সিংহমকে তার ‘গুরু’ মানে। ভরপুর অ্যাকশনের পাশাপাশি রণবীরের কমেডি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা সহজেই অনুমান করা যায়। সব শেষে দেখা মেলে ‘সূর্যবংশী’ অক্ষয় কুমারের।

Similar Articles

Advertismentspot_img

Most Popular