নিউজ ডেস্ক:
ট্রেন দুর্ঘটনারোধে মাঠে নেমেছে পূর্বাঞ্চলীয় রেলওয়ে পুলিশ। সাধারণ মানুষদের রেললাইনের আশ-পাশ থেকে সতর্কতাসহ নানান ধরণের গণসচেতনতামুলকভাবে লিফলেট বিতরণ করেছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে হেডকোয়ার্টার্স ঘোষিত এ কর্মসূচীর অংশ হিসেবে গত বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্নস্থানে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন। এছাড়া এ কর্মসূচী সারাদেশের রেলওয়ে থানাগুলোতেও পালন করা হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, চট্টগ্রামের রেলওয়ের বিভিন্ন থানায় বা ফাঁড়িতে এ সচেতনতামুলক সাধারণ মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরণ করেছি এবং রেললাইনের আশ-পাশে বা ১৪৪ ধারা জারি করা এলাকায় কেউ না থাকে সেই বিষয়েও সকলকে অবহিত করেছি। যাতে ট্রেন দুর্ঘটনার স্বীকার না হয়। এসব বিষয়ে আলোচনায় স্তানীয় চেয়ারম্যান, মেম্বার ও সচেতন নাগরিকদের সাথে আলোচনাও হয়েছে। তবে সকলের আন্তরিকতা এবং সহযোগিতায় এসব দুর্ঘটনা রোধ হতে পারে বলে জানান তিনি।
জানা যায়, রেলওয়ে থানাধীন সীতাকুন্ড রেলওয়ে স্টেশন, বারতাকিয়া রেলওয়ে স্টেশন, চিনকী আস্তানা রেলওয়ে স্টেশনসহ রেল লাইনের আশপাশ এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু, বিভিন্ন দুর্ঘটনা এবং ট্রেনে পাথর নিক্ষেপের ফলে বিভিন্ন দুর্ঘটনা রোধে গণসচেতনতা মূলক আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়। রেল লাইনে গরু চরানো, ছোট বাচ্চাদের রেললাইনের পাশে খেলাধূলা না করা, রেল গেইট বন্ধ থাকা অবস্থায় রেল লাইন অতিক্রম না করা, চলন্ত ট্রেনে মুঠোফোনে সেলফি না তোলা, রেল লাইনের ধারে দোকানে না বসা, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করাসহ বিভিন্ন দিক গুরুত্ব দিচ্ছেন রেল পুলিশ।