নিউজ ডেস্ক:
রাশিয়া থেকে আসা আয়ের কথা গোপন রেখেছিলেন ট্রাম্প প্রশাসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ফ্লিনের স্বাক্ষর করা এক আর্থিক বিবরণীতে দেখা যায়, তিনি রাশিয়ার মালিকানাধীন বিভিন্ন কোম্পানিতে বক্তৃতা দিয়েও আয় করার কথা উল্লেখ করেছেন। তবে রুশ কোম্পানিগুলো থেকে তিনি কত আয় করেছিলেন, ফর্ম থেকে তা কিছু জানা যায়নি।
রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার ২৪ দিন পর গত ১৩ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করতে বাধ্য হন। দেশটিতে ফ্লিনের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তাতে আর্থিক বিবরণীতে প্রকাশিত এই অমিলও অন্তর্ভূক্ত হতে পারে বলে সংবাদ সূত্রে জানা যায়।