বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বেইজিংয়ের ফোন !

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকাকে সংযত হওয়ার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ এড়াতে জিনপিং বুঝে চলার পরামর্শ দিলেন জাপান এবং দুই কোরিয়া-সহ সব পক্ষকেই।

সূত্রের খবর, ফিলিপাইন সাগরে কাল থেকেই মহড়ায় নেমেছে ট্রাম্পের নৌ সেনারা। জাপানের দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এসে যোগ দিয়েছে মার্কিন স্ট্রাইক গ্রুপে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন। গন্তব্য উত্তর কোরিয়া।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের দাবি, কয়েক দিনের মধ্যেই জাপান সাগর হয়ে কোরীয় জলসীমায় ঢুকে পড়বে মার্কিন নৌবহরের নেতৃত্বে থাকা কার্ল ভিনসন। সেই যুদ্ধজাহাজ, গতকালই যেটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উত্তর কোরীয় শাসক।

তা হলে কি যুদ্ধই শেষ কথা? অস্ট্রেলিয়া সফরে গিয়ে পেন্স কিন্তু শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিতও দেন। প্রাথমিক জড়তা কাটিয়ে কিমকে ঠেকাতে চীন যে ভাবে এগিয়ে যাচ্ছে তারও প্রশংসা করেন।

সূত্র: আনন্দবাজার

Similar Articles

Advertismentspot_img

Most Popular