ট্রাম্প টাওয়ারের ফোনে আঁড়ি পাতেননি ওবামা !

0
21

নিউজ ডেস্ক:

নির্বাচনী প্রচার অভিযানের সময় গত বছরের মার্চ মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, তার ট্রাম্প টাওয়ারের ফোনে আঁড়ি পেতেছেন বারাক ওবামা। ওই ঘটনাকে তিনি ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গেও তুলনা করেছিলেন।

গত বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ওবামা।

২০১৭ সালের ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউজে চলে আসেন ট্রাম্প। এর আগ পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারেই থাকতেন।

মার্কিন বিচারবিভাগ শনিবার ডোনাল্ড ট্রাম্পের ওই দাবি খারিজ করে দিয়েছে। বিচারবিভাগ জানায়, ট্রাম্পের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন অনুসন্ধান সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ন্যাশনাল সিকিওরিটি ডিভিশন (এনএসডি) উভয় সংস্থাই জানিয়েছে, ট্রাম্পের ফোনে আঁড়ি পাতার কোনও প্রমাণ পাওয়া যায়নি।