ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

0
12

নিউজ ডেস্ক:মেহেরপুরের হরিরামপুর-দারিয়াপুর সড়কে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক বাসাদ আলী নামের এক যুবক নিহত হয়েছেন। বাসাদ আলী মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝাঁ গ্রামের মহাসিন আলীর ছেলে। গতকাল শনিবার বিকেলে হরিরামপুর-দারিয়াপুর সড়কের বিদ্যাধরপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী বাসাদ আলী প্রায় এক মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে ২৫ দিন আগে দারিয়াপুর গ্রামে বিবাহ করেন। গতকাল শনিবার বিকেলের দিকে তিনি মোটরসাইকেলযোগে তাঁর শ্বশুর বাড়ি যাওয়ার পথে বিদ্যাধরপুর গ্রামের কাছে বিপরীতগামী একটি মাটি বোঝাই ট্রাক্টর তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে বাসাদ আলীর মৃত্যু হয়।