নিউজ ডেস্ক:
টেনস রিওর ল’ একাডেমি আয়োজিত বার কাউন্সিলের এর লিখিত পরীক্ষার জন্য ফ্রি ক্লাস ও সেমিনারে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। রাজধানীর ফার্মগেটে প্রতিষ্ঠানটির কার্যালয়ের হল রুমে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়।
টেনস রিওরের এই ভিন্নধর্মী আয়োজনে বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা উপলক্ষ্যে এ ধরণের আয়োজন করায় টেনস রিওরকে ধন্যবাদ জানিয়ছেন উপস্থিত শিক্ষার্থীরা।
এ বিষয়ে টেনস রিওর ল’একাডেমির পরিচালক সাকিল আহমাদ বলেন, আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা ও দিক নির্দেশনা দেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষার্থীদের শতভাগ সফলতা নিশ্চিত করাই হবে টেনস রিওরের মূল উদ্দেশ্য।
সাকিল আহমাদ জানান, আগামী শুক্রবার থেকে লিখিত পরীক্ষার জন্য ক্লাস শুরু হবে। জুলাই মাসে শিক্ষার্থীদের ভর্তির উপর থাকছে ২০% ছাড়।
সেমিনারে বিচারক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইনজ্ঞরা উপস্থিত ছিলেন।