বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

টেকনাফে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিক আটক

জিয়াবুল হক , টেকনাফ:  টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া নাফনদী সীমান্ত এলাকা থেকে সাড়ে ২২ হাজার পিস ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিককে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, গত ৩০ জুলাই রোববার গভীর রাতে টেকনাফ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া সংলগ্ন নাফনদী সীমান্ত দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদে বর্ণিত স্থানে ওৎপেতে থাকে। এসময় একটি নৌকায় অনুপ্রবেশ কালে অভিযান চালিয়ে ২২ হাজার ৪৮৬ পিস ইয়াবা ও দুইটি মোবাইলসহ মিয়ানমার তিন নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে,  মিয়ানমার মন্ডু নাইতের ডেইল এলাকার মো. আবু ফয়েজ (৪০),মো. রফিক (২৫) ও মো. শফিক (২০)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৪৫ হাজার ৮শ টাকা বলে জানায়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, উদ্ধার ইয়াবাসহ আটক তিন মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular