টুঙ্গিপাড়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি !

0
40

নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জিটি হাইস্কুলে দাখিল পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা কালিমুল্লাহ কেন্দ্রে উপস্থিত না থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গিমাডাঙ্গা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কালিমুল্লাহ কেন্দ্র সচিব হওয়া সত্বেও আজ বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে তি‌নি কেন্দ্রে উপস্থিত না হওয়ায় তা‌কে অব্যাহতি দেওয়া হয়।

একই কেন্দ্রে দায়িত্বরত গিমাডাঙ্গা মহিলা মাদ্রাসার প্রভাষক নিমাই চন্দ্র মালাকার নিজ কক্ষে না থেকে অন্যরুমে গিয়ে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিল এমন অভিযোগে তাকেও হল থেকে বহিষ্কার করা হয়ে‌ছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ হল পরিদর্শনে গিয়ে এ সব আদেশ দেন।

তিনি বলেন, তিনি বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রে গিয়ে কেন্দ্র সচিবকে উপস্থিত পাননি এবং দায়িত্বরত অপর প্রভাষক নিজ রুম ছেড়ে অন্য রুমে শিক্ষার্থীদের সহযোগিতা করেছিলেন এ কারণে ওই দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।