টাকার অভাবে বন্দিজীবন কোটিপতির স্ত্রীর !

0
30

নিউজ ডেস্ক:

মনোরঞ্জনা সিং এর প্রাক্তন স্বামী ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কংগ্রেস যুগে। আর এখন শীর্ষ আদালত তারা জামিন মঞ্জুর করলেও টাকার অভাবে মুক্তি পাচ্ছেন না সারদা-কাণ্ডে আটক মনোরঞ্জনা সিং!

জানা যায়, দেশটির আদালতে তার জামিন মঞ্জুর হয় গত ৬ ফেব্রুয়ারি। জামিনের শর্ত হলো দু’জন জামিনদারের মাধ্যমে ২ কোটি টাকার বন্ড দিতে হবে। এক মাসের বেশি পেরিয়ে গেছে, ১ কোটি টাকাও জোগাড় করতে পারেননি মনোরঞ্জনা। তার আইনজীবী বিপ্লব গোস্বামী জানিয়েছেন, টাকার জন্য মনোরঞ্জনা বাবা-মায়ের দ্বারস্থ হয়েছেন। মনোরঞ্জনার বাবা কেদারনাথ গুপ্ত জানিয়েছেন, তাদের দিল্লির বসতবাড়ি ও কিছু সম্পত্তি আদালতের কাছে বন্ধক রেখে মনোরঞ্জনাকে টাকা পাঠাবেন।

সারদা-কাণ্ডে ২০১৫ সালের অক্টোবরে মনোরঞ্জনাকে গ্রেফতার করে সিবিআই। দুই দিন সিবিআইয়ের হেফাজতে থাকার পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক বেসরকারি হাসপাতাল বদল করে এখন তিনি সোনারপুরের একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। জামিনের শর্ত পূরণ করতে না পারায়, সেখান থেকে বেরোতে পারছেন না। বন্দিদশাই কাটাচ্ছেন। একজন পুলিশ তার পাহারায় থাকছেন। সূত্র: ইন্টারনেট।