টরন্টোর ‘এ ই একাডেমী’র দ্বিতীয় সামার স্কুল আর্ট প্রোগ্রামের সমাপ্তি !

0
38

নিউজ ডেস্ক:

টরন্টোর এ ই একাডেমীর দ্বিতীয় সামার স্কুল আর্ট প্রোগ্রামের সমাপ্তিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়েছে। শক্রবার ৬ সপ্তাহের হাতে কলমে অংকন শৈলীর অনুশীলনের ব্যতিক্রমী উদ্যোগের সমাপ্তি ঘটে।

এতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে  বিজয়ীদের সার্টিফিকেট ও পুরষ্কার দেওয়া হয়।

১২ জন ক্ষুদে ছাত্রছাত্রীদের সরব পদচারনায় প্রশিক্ষক সাদিয়া তাহসিন প্রমার প্রশিক্ষণ ও একাডেমীর পরিচালক শুভ্রা রাহমানের তত্ত্বাবধায়নে প্রতিযোগিতামূলক অংকন প্রতিযোগিতার মাধ্যমে এ প্রশিক্ষণের সমাপ্তি টানা হয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৬ বৎসর ক্যাটাগরিতে ১ম, ২য়, ও ৩য় হয়েছে মারিনা চান্দা, ইরাম রাইদাহ হক, ও রায়া হাসান।

অনূর্ধ্ব ১০ বসর ক্যাটাগরিতে ১ম হয়েছে যথাক্রমে খন্দকার আতিফ আযমাইন হক, যৌথভাবে ২য় হয়েছে সাবিহা সুফিয়ান, রিয়ানা আহমেদ, যৌথভাবে ৩য় হয়েছে হুসাম আলদিন, কথামালা, পারিজাত চিশতী এবং ৪র্থ হয়েছে আকিফ হসাইন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইমিগ্রেশন পরামর্শক মুহাম্মদ ওয়াযির হুসাইন মুরাদ, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব ফারুক আহমেদ ও জনাব সুফিয়ান সোহেল।