টরন্টোতে ফোবানা সম্মেলন ১৬-১৭ সেপ্টেম্বর !

0
32

নিউজ ডেস্ক:

ফোডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩১তম সম্মেলন আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর টরেন্টোর ডেল্টা হোটেলে (কেনেডি ও ৪০১ এর কর্নারে) অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর এই সম্মেলন হওয়ার কথা ছিল।

ঈদ ও পবিত্র হজ’র  প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব ঘোষিত ২ ও ৩  সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এই সম্মেলন হবে বলে ফোবানা-২০১৭ এর চিফ অব মিডিয়া অ্যাডভোকেট আফিয়া বেগম জানিয়েছেন।

এই প্রসঙ্গে ফোবানা’র চেয়ারম্যান দারা আবু জোবায়ের বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ এবং হজ-এর কথা বিবেচনায় নিয়ে ফোবানার তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে আয়োজনের সামগ্রিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনটি একটি সার্বজনীন অনুষ্ঠান এবং টরন্টোর সর্বস্তরের বাংলাদেশিদের আকাঙ্খার প্রতীক। বড় পরিসরের এই আয়োজনকে সর্বাত্তকভাবে সফল করার জন্য আয়োজকদের সবধরনের প্রস্তুতি রয়েছে।

আবু জোবায়ের দারা বলেন, এবারের ফোবানাকে প্রবাসীদের মনে স্মরণীয় করে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি।  অনুষ্ঠানে বাংলাদেশ, কানাডা এবং আমেরিকার জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন বলেও তিনি উল্লেখ করেন।