নিউজ ডেস্ক:
১১তম টরন্টো বাংলা বইমেলা-২০১৭ আগামী ৫ই আগস্ট (শনিবার) ড্যানফোর্থ এলাকার ৯ ডজ রোড লিজিয়ন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এ মেলা চলবে।
সবার জন্য উন্মুক্ত বাৎসরিক এই উৎসবকে ঘিরে বাংলাদেশ ও উত্তর আমেরিকার সবার মধ্যে প্রচণ্ড আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এ বছরের মেলায় প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি থাকবেন ছড়াকার ও শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন।
বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশক বইমেলায় অংশগ্রহণ করবেন। সঙ্গে থাকবেন উত্তর আমেরিকায় বসবাসকারী লেখক-কবি-সাহিত্যিক ছাড়াও স্থানীয় প্রকাশক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
এ প্রসঙ্গে টরন্টো বাংলা বইমেলার উদ্যোক্তা অন্যমেলার কর্ণধার সাদী আহমেদ বলেন, এবারের বইমেলা কানাডার ১৫০ বর্ষপূর্তিতে হওয়ায় একটি বিশেষ অর্থবহন করে। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচার ও প্রসারে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় একটি নতুন মাত্রা যোগ করবে! ঐতিহাসিক এই ক্ষণটির সাক্ষী থাকার একটা সুযোগ অন্যমেলা আয়োজিত এ বছরের এই টরন্টো বাংলা বইমেলা। এই বিশেষ বছরে বাংলাদেশের বাইরে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সামনে রেখে মেলার অনুষ্ঠান সূচি সাজানো হয়েছে।
উদ্যাক্তারা জানান, মেলা উপলক্ষে মেলাপূর্ব সন্ধ্যায় অন্যমেলার সামনে থেকে ‘আঁধার প্রদীপে জ্বালাও শিখা’ এই আহ্বান সম্বলিত স্লোগান সহযোগে শিশু-কিশোরদের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।